Header Ads

Header ADS

Deep Web/Dark Web (Bangla)

Deep Web/Dark Web (Bangla)

Deep Web/Dark Web হল ইন্টারনেটের অদৃশ্য অংশ। সহজ ভাবে বলতে গেলে, Dark Web হল ইন্টারনেটের একটা অংশ যা কিনা search engine এ সূচীব্ধ করা হয় “Dark Web অনেক তথ্য নিয়ে তৈরী এবং যা প্রযুক্তিগত কারণের জন্য যা সার্চ ইঞ্জিন দ্বারা cataloged বা আপডেট করা যায় না,” বলেছেন Alfonso এ Kejaya Muñoz, McAfee নিরাপত্তা গবেষক। গবেষণায় দেখা গেছে Deep Web ইন্টারনেটের 90% প্রতিনিধিত্ব করে। “Deep Web 1994 সালে শুরু হয় এবং ‘Hidden Web” হিসাবে পরিচিত ছিল। এটি 2001 সালে ‘Deep Web’ নামকরণ করা হয়, “বলেছেন Kejaya Muñoz.
Tor (short for The Onion Router) হল Deep Web এ যাওয়ার প্রধান ওয়েব পোর্টাল। এটি ব্যবহারকারীর তথ্যকে Encrypt করে এবংএকটি স্বেচ্ছাসেবক সার্ভারের মাধ্যমে সারা বিশ্বের নেটওয়ার্ক এ পাঠায়। এই পদ্ধতিতে এটি প্রায় অসম্ভব ব্যবহারকারীদের অথবা তাদের তথ্য ট্র্যাক করা।
How To Connect With Deep Web?
Deep Web এ যাওয়া খুব বেশী কঠিনও না, আবার খুব সোজাও না! Dark Web এ জেতে হলে আপনার কিছু Technical এবং Web সনপর্কে ধারনা থাকতে হবে! আচ্ছা যাই হোক,Deep Web এ জেতে হলে আপনাকে আগে Tor Browser Download করতে হবে,যা আপনাকে Dark Web access করতে দিবে!
Download Tor Browser
আপনি Tor যে কোন পিসিতে ব্যবহার করতে পারেন, Mac বা এমনকি আইফোন এবং অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনের যেকোন মোবাইল ডিভাইস. কিন্তু, যদি আমার মত, আপনি ফায়ারফক্স ব্যবহার করেন, তাহলে আপকে আগে Torbutton ইনস্টল করতে হবে। Torbutton ইনস্টল করার পর, আপনি আপনার ব্রাউজারের এড্রেস বারে কাছাকাছি পেঁয়াজের মত লোগো দেখতে পাবেন। যদি আপনি সঠিকভাবে Tor নেটওয়ার্কের লগইন করেন, তাহলে আপনি Deep Web অন্বেষণ করা শুরু করতে পারবেন।
কিন্তু, মনে রাখবেন, এখানে আপনি দৃশ্যমান web এর মত কোন কিছু খুজে পাবেন না, কারণ এখানে Google-এর মত কোন সার্চ ইঞ্জিন নেই যে আপনি মুহুর্তের মধ্যে সব কিছু খুজে পাবেন। পরিবর্তে, এটা Wikis এবং BBS-এর মত aggregatet link যা আপনাকে Deep Web-এর location দেখাবে। এই সাইটগুলি সাধারণত উদ্ভট এবং Unmemorable!
যেমনঃ SdddEEDOHIIDdddgmomionw.onion
Deep Web এর domain গুলো .com এর পরিবর্তে .onion হয়। এই link গুলো উদ্ভট হওয়ায় আপনি এখানে উল্লেখযোগ্য সময় কাটালে আপনি কোন link থেকে কোথায় এসেছেন, তা আর মনে রাখতে পারবেন না। এর জন্য আপনাকে URL গুলি সংরক্ষণ করুন, এই যাত্রায় আপনার উপায় বুকমার্ক।
ডিপ ওয়েবে কি আপনি খুঁজে পেতে পারেন?
অনেক ব্যবহারকারী ইতিমধ্যে ইন্টারনেট অন্ধকার পার্শ্ব-এর সাথে পরিচিত! কিভাবে অবৈধ সঙ্গীত ডাউনলোড, যেখানে বিনামূল্যে সর্বশেষ সিনেমা দেখা, বা কিভাবে অল্প অর্থের বিনিময়ে অতিরিক্ত Drugs অর্ডার দেয়া যায়। But the Deep Web goes farther, almost unimaginably farther.
এছাড়া শিশু পর্নোগ্রাফি, অস্ত্র পাচার, মাদক দ্রব্য, ভাড়া হত্যাকারীরা, prostitutes, সন্ত্রাসবাদ, ইত্যাদি সব Deep Web-কে সব চেয়ে বড় Black Market-এ পরিনত করেছে।
“Deep Web সাইটে আপনি চুরি করা ক্রেডিট কার্ড বিক্রয়, এমন দল আছে,যারা এটিএম এর মাধ্যমে ক্রেডিট কার্ড ক্লোন করা, কোকেন বিক্রি এবং এসব আরো জানতে পারেন,” বলেছেন দিমিত্রি Bestuzhev, বিশ্লেষক Kaspersky এর ল্যাব দলের পরিচালক।


Collected :P

No comments

Powered by Blogger.